Apps

Picture

পুলিশ সুপারের বার্তা

Picture

পুলিশ সুপারের বার্তা :

ফেনী জেলার উন্নতর সেবা প্রদানের লক্ষ্যে ওয়েবসাইট প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পেরে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা এবং জননিরাপত্তা ও আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে অপরাধমুক্ত ফেনী জেলা প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশাকরি এই উদ্দেশ্যে পূরণে আমাদের ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের গৌরবময় ইতিহাস কে সামনে রেখেই আমরা পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের চেষ্টা করে আসছি।

জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করণের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ফেনীর জনগণ বাস্তবিকই বন্ধু ভাবাপন্ন। আমরা সর্বদাই সকলের নিকট আইনের প্রতি অনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য তাই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শকে সবর্দাই স্বাগত জানাই। আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন।

মাদক একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি একটি সামাজিক ব্যাধি। আমি এবং আমার সহকর্মীগণ ফেনী জেলা হতে মাদক নির্মূলে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। মাদক বিক্রেতা এবং ব্যবহারকারী সম্পর্কে তথ্য প্রদান ও তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগীতা কামনা করছি।

গ্যং কালচার অপরাধ নির্মূল করতে ফেনী জেলা পুলিশ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জনজীবন বিঘ্নিত হয় এমন কাজ কোনভাবেই করতে দেয়া হবে না। কিশোর গ্যাংয়ের খবর পেলেই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইনের আওতায় আনছে। কিশোর গ্যাং ডাটাবেজ একটি নিয়মিত প্রক্রিয়া। নিজেকে শুধরে নিলে ডাটাবেজ থেকে নাম বাদ দেয়া হবে। অনেক সময় দেখা যায় সন্তান কী করে তা অভিভাবক জানেই না। অনেকে অভিভাবকদের কথাও শুনতে চায় না। অনেকের অভিভাবকদের ডেকে এনে বোঝানোর চেষ্টা করছি। তবে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। কিশোর গ্যাং এর কোন তথ্য পেলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

আমরা সর্বদাই ফেনী জেলার জনগণের শান্তি ও নিরাপত্তা কামনা করি। কারণ যাই হোকনা কেন যেকোন অকাল মৃত্যূই পরিবার, দেশে ও জাতির জন্য দুঃখ জনক। আমাদের দেশে সড়ক দূর্ঘটনা অপমৃত্যূর একটি প্রধান কারণ,  আমরা যদি ভ্রমণের সময় একটু সচেতন থাকি তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে কমে আসবে। দূর্ঘটনার ঝুঁকি এবং যানজট এড়াতে প্রত্যেকের ই-ট্রাফিক আইন মেনে চলা উচিত।

আমরা এটাও আশা করি আদালতে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কোন ধরনের সংকোচ এবং দ্বিধা করবেন না। শুধু একজন সাক্ষীর অনুপস্থিতির কারণে পুলিশের শত পরিশ্রমকরে উপস্থাপন করা একটি মামলা এবং পুলিশের অক্লান্ত পরিশ্রম ভেস্তে যেতে পারে। যারা তদন্তে সহায়তা করে এবং আদালতে সাক্ষ্য প্রদান করে তাদেরকে আমরা সর্বদাই সাধুবাদ জানাই। অপরাধের বিরুদ্ধে যুদ্ধে আপনারাও আমাদের শরীক হোন। তথ্য দিন, সেবা নিন।

কাজের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটটি পরিদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।

 

শুভেচ্ছান্তে: জাকির হাসান

পুলিশ সুপার, ফেনী

 
Copyright © 2023 Superintendent of police, Feni. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.