তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২১/০৮/২০০৬খ্রি: বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী হতে প্রশিক্ষণ শেষ করে তিনি এএসপি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন/র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। পরবর্তীতে এএসপি (ইক্যুইপমেন্ট) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, সিনিয়র সহকারী কমিশনার, লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকায় কর্মরত ছিলেন। এএসপি হতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়ে দায়িত্ব পালন করেন-নোয়াখালী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী জেলা। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। ফেনী জেলায় যোগদানের পূর্বে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২২/০৮/২০২২খ্রি: ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি ২৮/১০/১৯৭৪খ্রি: ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়স্থ কুড়ানিয়ার চর গ্রামে জন্মগ্রহণ করেন।